11/08/2025 রাজধানীর প্রবেশপথে ২৮ অক্টোবর চেকপোস্ট বসাবে র্যাব
অনলাইন ডেস্ক
২৫ October ২০২৩ ১৬:৪৪
রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় আগামী ২৮ অক্টোবর ঢাকার সব প্রবেশপথে চেকপোস্ট বসাবে র্যাব। চালানো হবে তল্লাশি। নাশকতার জন্য কেউ যাতে সমাবেশে আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে সেদিকে নজর দেওয়া হবে।
এর বাইরে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিয়ে এসব কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।