11/14/2025 তানোরে আ"লীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
২ November ২০২৩ ২২:৪৩
তানোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও বিএনপি জামায়াতের অবরোধের বিরুদ্ধে রাজশাহীর তানোরে আ"লীগের শান্তি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে গোল্লাপাড়া দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল্লাপাড়া ফুটবল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আ"লীগের সভাপতি প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক আবুল বাসার সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আ"লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান কৃষকলীগের সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান ইউপি দক্ষিণের সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ প্রমুখ।
মিছিলে উপজেলা আ"লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।