11/08/2025 তিন আসনেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব
অনলাইন ডেস্ক
২১ November ২০২৩ ১৬:২২
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন সাকিব।
এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসনের জন্য জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদিন, সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।