04/20/2025 চলতি বছরই দেশের মধ্যে ৮ ভূমিকম্পের উৎপত্তি
অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৬
রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া ৫.৬ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। যা দেশে ২০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প।
এ ছাড়া চলতি বছরের এ পর্যন্ত দেশেই আটটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
সম্প্রতি ঘটা ভূমিকম্পগুলোর মধ্যে গতকালের ভূকম্পনে দুলুনি বেশি অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরেই দেশে ৮ টি ভূমিকম্প অনুভূত হয় যার কেন্দ্রস্থল ছিল বাংলাদেশে।