11/08/2025 ফোর্বসের শীর্ষ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা
অনলাইন ডেস্ক
৬ December ২০২৩ ১৩:৩৯
যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। এতে শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
ফোর্বস এর ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকাটি ফোর্বসের ২০তম সংস্করণ। বিশ্বে জনজীবন পরিবর্তনে প্রভাববিস্তারকারী হিসেবে রাজনীতি, বিনোদন, প্রধান নির্বাহী, নীতি নির্ধারক ও জনহিতৈষীদের মধ্যে থেকে সেরা ১০০ জন তালিকায় স্থান পেয়েছেন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সেরা ১০০ এর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ৪৬তম অবস্থানে। তাঁর সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তাঁর চতুর্থ দফার মেয়াদ চলছে।