11/14/2025 অগ্নিকাণ্ডে বন্ধ থাকার পর ফের চালু ‘বেনাপোল এক্সপ্রেস’
অনলাইন ডেস্ক
১১ January ২০২৪ ১৯:১৫
ঢাকার গোপীবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ থাকা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি আবারও চালু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটায় ট্রেনটি যশোরের বেনাপোল থেকে ১৫৪ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
১০টি বগিতে বেনাপোলসহ বিভিন্ন রেলস্টেশন থেকে ৮৩২ জন এই ট্রেনে ভ্রমণের জন্য টিকিট সংগ্রহ করেছেন। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ট্রেনটি চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বেনাপোল রেলস্টেশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের পর বেনাপোল এক্সপ্রেস আবারও যাত্রীসেবা শুরু করেছে। পুড়ে যাওয়া বগি সৈয়দপুর ওয়ার্কশপে রাখা আছে। বেনাপোল থেকে ১৫৪ যাত্রী নিয়ে ট্রেনটি বেলা একটায় যাত্রা শুরু করে। বিভিন্ন স্টেশন থেকে ৮৩২ যাত্রী টিকিট সংগ্রহ করেছেন। নতুন ১০টি বগি দিয়ে চলাচল শুরু করছে বেনাপোল এক্সপ্রেস।