11/06/2025 কুমিল্লায় বাসের সাথে গাছের ধাক্কায়- নিহত চারজন
Mahbubur Rohman Polash
১১ December ২০১৭ ১৪:৪৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন যাত্রী নিহত হয়েছে। ঐসময় আহত হয়েছেন আরোকমপক্ষে ছয়জন। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুর এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে জানা যায়। নিহতদের মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আবদুল সামাদের ছেলে শাহাবুদ্দিন (৩৫), ও তার ভাই আবু হানিফ (৬), চট্টগ্রামের সাতকানিয়া এলাকার নাসিরুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৯) ও লোগহাগড়ার থানার পদুয়া গ্রামের নুরুল আকতারের ছেলে নুরুল হাসান রিফাত (২৮)। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, যাত্রীবাহী “সৌদিয়া পরিবহন” এর বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোরে উপজেলার রায়পুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহা-সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং আহত হয়েছেন কমপক্ষে আরো ছয়জন।
আহত যাত্রিদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বলে জানান ওসি।