11/05/2025 ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১ জনের, নতুন আক্রান্ত ৪৯ জন
অনলাইন ডেস্ক
৮ March ২০২৪ ২২:১৩
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৯২ জনে। এ ছাড়া একই সময়ে আরো ৪৯ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৮৪৭ জনে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার বিপরীতে ৪৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৬ দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৮২০ জন।