11/14/2025 চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন
অনলাইন ডেস্ক
১৬ March ২০২৪ ২২:০৮
চট্টগ্রামে রাইফেল ক্লাব ভবনে ইউসিবি ব্যাংকে আগুন লেগেছে। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৬টি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে। তবে, আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।