11/14/2025 সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক
২৩ March ২০২৪ ২৩:২২
সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাতে হবিগঞ্জের মনতলা হরষপুর রেল স্টেশনের মাঝখানে গাছ পড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা-সিলেট রেললাইনের হবিগঞ্জের মনতলা হরষপুর রেল স্টেশনের মাঝখানে গাছ পড়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এরপরই গাছ সরানোর কাজ চলছে।
রেলকর্মীরা জানান, গাছ সরানোর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলা হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।