11/14/2025 ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল আবারও
অনলাইন ডেস্ক
৩ April ২০২৪ ১৮:০৮
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৪০ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগের মাসে এটি ৮ টাকা বেড়েছিল।
ঘোষিত নতুন দর আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। এপ্রিলের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪২ টাকা। গত ফেব্রুয়ারিতে দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।
আজ বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে সব জায়গায় কার্যকর হতে দেখা যায় না। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এই দর ঘোষণা করেন।