11/06/2025 শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
Mahbubur Rohman Polash
২৬ December ২০১৭ ১১:৪৯
গত ২৪ শে ডিসেম্বর রাত ১০ ঘটিকার সময় পুরান ঢাকার যুবসংগঠন ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল এর উদ্যেগে মাসব্যাপী কর্মসূচি ‘‘আমরাও পারি” নামে উক্ত ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যার যার নিজ উ্দ্যোগে শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরন করেন । আমরাও পারি কর্মসূচিতে যারা অংশ গ্রহন করেন।
তাদের কে নিয়ে বুয়েট হতে আজিমপুর পর্যন্ত রাস্তার দু প্রান্তের দুস্ত ও পথশিশুদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশন এর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন কবির,বাংলাদেশের দোকান মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক সাঈদ সূফি এন এফ এস উপদেষ্টা ও ঢাকা মঞ্চের যুগ্ন-সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক,ক্লাবের সাধারন মহাজন,পুরান ঢাকার সংগঠন রাফি চৌধুরী,ঢাকা ওমেন্স ক্লাবের হামিদা সোহরাব,মিলি রহমান রেশমা আক্তার সুমি,ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল বংশাল থানা শাখার সহ-সভাপতি আনিসুর জাকি,ইমরান জাকি,ইমরান হোসাইন হাসান শাফিউল,মুজনাবীন তাওহিদ,ইব্রাহিম,সুত্রাপুর থানার আসিফ,লালবাগ থানা শাখার ফয়সাল এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল এর ওমেন্স ক্লাবের নেতৃবৃন্দ।