11/14/2025 ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২০ জনের মৃত্যু : বিআরটিএ
অনলাইন ডেস্ক
২১ April ২০২৪ ২১:২৫
সড়ক দুর্ঘটনায় এবারের ঈদযাত্রায় ৩২০ জনের মৃত্যু হয়েছে; গত বছরের চেয়ে প্রায় ১৯ শতাংশ বেশি। আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ জানিয়েছে, ৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ১৭ দিনে সারা দেশে ২৮৬টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৩২০ জনের মৃত্যু হয়েছে এবং ৪৬২ জন আহত হয়েছেন।