11/10/2025 ভারত থেকে পেয়াঁজ আমদানি শুরু, কমতে পারে দাম
অনলাইন ডেস্ক
১৪ May ২০২৪ ২২:০৯
দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ আমদানির ফলে দেশের বাজারে দাম কমবে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে পেঁয়াজ বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। প্রথম দিনে ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, আমদানির কারণে পেঁয়াজের সংকট থাকবে না। এতে ভোক্তা পর্যায়ে দাম কমবে পণ্যটির। এ ছাড়া কোরবানি উপলক্ষে চাহিদা মেটানো সম্ভব হবে পেঁয়াজের।