11/08/2025 উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল
অনলাইন ডেস্ক
২৭ May ২০২৪ ০৯:৫৩
২৭ মে, ২০২৪ (অনলাইন ডেস্ক) : প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে খুলনার নিকট কয়রায় অবস্থান করছে।
এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাত ঝরিয়ে পরবর্তী দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘুর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আজ সকাল পৌনে ৯টায় আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, “প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর কেন্দ্র উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে কয়রা, খুলনার নিকট অবস্থান করছে। কিন্তু এর শরীর এখনো সাগরেই রয়ে গেছে। ঘূর্ণিঝড়টি পুরোপুরি ক্লিয়ার হতে আরো ১-২ ঘন্টা সময় লাগতে পারে।”