11/08/2025 সর্বজনীন পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন : পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
৩০ June ২০২৪ ২২:৪৯
সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুর হাসান চৌধুরী বলেছেন, তাদের দাবি আদায় করা না করার কোনো ইস্যুতেই আমার কিছু করার নেই। তবে, তাদের আন্দোলনের দিকে নজর রাখছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।