11/07/2025 দুর্নীতিকে জিরো টলারেন্স বলেছি তা করেই ছাড়বাে : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
১৪ July ২০২৪ ২০:২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁস করে বিসিএসে পাশ করেছেন তাদের খুঁজে বের করতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
আমার অফিসের একজন পিয়ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে। সে ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। তাকেও বের করে দিয়েছি। আমি যখন দুর্নীতিকে জিরো টলারেন্স বলেছি তা করেই ছাড়বাে।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আজ রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।