11/06/2025 যশোরের বেনাপোল চেকপোস্টে ৩ লাখ ৫৬ হাজার রুপিসহ আটক ১
Mahbubur Rohman Polash
১৯ January ২০১৮ ১১:৫৩
আমাদের অধিকারপত্র ডটকম: যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে আজ সকাল ৮টার দিকে কাস্টমস শুল্ক গোয়ন্দা সদস্যরা ভারতীয় রুপিসহ শফিকুল ইসলাম সানি (৪৫) নামের একজনকে আটক করেছে । এসময় তার কাছ থেকে ৩ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ভারত থেকে এক যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পরে ওই যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে বের হওয়ার পথে শুল্ক গোয়েন্দা সদস্যরা তার শরীর তল্লাশি করে এবং তার পায়ের সঙ্গে বেধে রাখা অবস্থায় ৩ লাখ ৫৬ হাজার রুপি পাওয়া বলে জানান ।
মোহাম্মদ কবীর হোসেন কাস্টমস গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যাত্রীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
আটক যাত্রী শরিয়তপুরের জয়নগর সদর এলাকার আফসার ইসলামের ছেলে বলে জানা গেছে।