11/06/2025 হাতীবান্ধায় শিক্ষককে মারধর প্রতিবাদে বিক্ষোপ মিছিল, আটক-১
Mahbubur Rohman Polash
২১ January ২০১৮ ১৯:১২
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): জমি সংক্রান্ত জের ধরে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় উপজেলায় জাহিদুল বারি নামে এক প্রধান শিক্ষককে মারধর করেছে গোলাম মোস্তফা দুলাল গংয়ের লোকজন। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় দুলালের জামাতা রফিকুল ইসলামকে আটক করছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার পথে প্রধান শিক্ষককে মারধর করে দুলালের লোকজন। এ খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ করে বড়খাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহিদুল বারি বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ বিষয়ে বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল বারি জানান, আমি প্রতি দিনের ন্যায় রবিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার জন্য বের হয়েছে। রস্তার বাঁধার জন্য শ্রমিকদের আমি আমার জমি থেকে মাটি কাটতে বলি। তারা মাটি কাটা শুরু করলে। গোলাম মোস্তফা দুলাল, আইয়ুব আলী, আলেয়া খাতুন ও মায়া বেগম আমার উপর হামলা করে মারধর করে। এ সময় আমার দাঁত-মুখ ফেঁটে রক্ত বের হলে মাটি কাটা শ্রমিকরা আমাকে উদ্ধার করে বাসায় পৌছে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা দুলালের বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি ও তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শামীম হাসান সরদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আর সেখান থেকে রফিকুল নামে একজনকে আটক করা হয়েছে।