11/05/2025 কক্সবাজার সৈকতে নারীদের হেনস্তা ও মারধরের ঘটনায় জড়িত ফারুকুল গ্রেফতার
odhikarpatra
১৪ September ২০২৪ ১৯:২৪
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ : কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের প্রকাশ্যে হেনস্তা ও মারধরের ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ফারুকুল ইসলামকে (২২) সদরের কালুর দোকান এলাকা হতে গ্রেফতার করে।
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা, পুলিশ ফারুকুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক নারীদের প্রকাশ্যে হেনস্তা ও শারীরিক নির্যাতন করে। এমন ঘটনার ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। পরে ভিডিও দেখে অভিযুক্ত ফারুকুল ইসলামকে গ্রেফতার করা হয়।