11/10/2025 আমানত ফেরত দিতে পারছে না ফারমার্স ব্যাংক -অর্থমন্ত্রী
Mahbubur Rohman Polash
২৫ January ২০১৮ ২৩:৪৪
আমাদের অধিকারপত্র ডটকমঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তারল্য-সংকটের কারণে বর্তমানে ফারমার্স ব্যাংক গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না। এ সংকট মোকাবিলায় বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হলে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী এ কথা বলেন।
সংরক্ষিত আসনের ফজিলাতুননেসা বাপ্পির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন,বিভিন্ন রাজনৈতিক দল, গবেষণা প্রতিষ্ঠান তথ্যহীন দাবি করছে যে, বাংলাদেশ থেকে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, অর্থ পাচারের মাত্রা যা-ই হোক না কেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে এই পাচারের সম্ভাব্য উৎসগুলো বন্ধ করার জন্য।