11/06/2025 কুমিল্লায় ৭টি দেশীয় কাটা বন্ধুকসহ আটক-২
Mahbubur Rohman Polash
১ February ২০১৮ ২২:০৭
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর এলাকায় একটি সবজি বাহী পিকআপ ভ্যান তল্লাশী করে ৭টি দেশীয় তৈরী কাটা বন্দুকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর পাঁচটায় তাদেরকে আটক করে দেবপুর ফাড়ি পুলিশ। এ ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন।
তিনি এসময় সাংবাদিকদের জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মহাসড়কের দেবপুর ফাঁড়ির সামনে একটি সবজি বোজাই পিকআপ ভ্যানকে তল্লাশীর জন্য সিগনাল দেয় পুলিশ।
এসময় গাড়িতে থাকা দুই যাত্রী দৌড়ে পালিয়ে যায়। এতে চালক ও হেলপারের কথার্বাতা ও গতিবিধি সন্দেহ হয় পুলিশের। পরে গাড়িটি তল্লাশী করে সবজির নিচ থেকে প্লাস্টিকের একটি সাদা বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভিতর থেকে ৭টি কাটা বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন আরও জানান, এসময় গাড়ির চালক রুবেল ও হেলপার আল- আমিনকে আটক করে পুলিশ।
আটকৃতদরে জিজ্ঞিাসাবাদে জানা যায়, পিকআপ ভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে আসে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগররে উদ্দেশ্যে যাচ্ছিল।
আটক ড্রাইভার রুবেল কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল রাকীমের ছেলে এবং হেলপার আল-আমিন একই উপজেলার মগপাড়াবিল এলাকার নুরুল আমিনের ছেলে।