11/14/2025 সিরাজদিখানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জুয়েল কে গ্রেফতার
odhikarpatra
২৮ November ২০২৪ ১৬:৫৯
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের জিআর ওয়ারেন্ট সাজাপ্রাপ্ত আসামী মোঃ জুয়েল কে গ্রেফতার করেছে।সে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামের মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে।
যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার ২৮ নভেম্বর দিবাগত রাতে অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় এসআই সমেন্দ্র নাথ বিশ্বাস, এএসআই মোঃ আনিচুর রহমান, এএসআই মোঃ করিম খান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মালখানগর গ্রামে অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,উপজেলার মালখানগর গ্রামে অভিযান চালিয়ে ২ বছরের জিআর ওয়ারেন্ট সাজাপ্রাপ্ত আসামী মোঃ জুয়েল কে গ্রেফতার করি।যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: