11/05/2025 দুর্নীতি প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
odhikarpatra
১৯ December ২০২৪ ২৩:৫৭
দুর্নীতি প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, নানাবিধ অনিয়মের অভিযোগে গোপালগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে গোপনে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণসহ তথ্য সংগ্রহ করা হয়। অতঃপর হাসপাতাল কর্তৃপক্ষ, সেবাগ্রহীতা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আউটডোর টিকিট কাউন্টারে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে টিকিট বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায়।
এছাড়াও পরিদর্শনকালে টিমের কাছে ওই হাসপাতালে টিকিট কাউন্টারে অতিরিক্ত ফি আদায়, বিনা অনুমতিতে ডাক্তারদের কর্মস্থলে অনুপস্থিতি, দীর্ঘ ৮-১০ বছর ধরে এমআরই, সিটি স্ক্যান মেশিন অচল থাকায় জনদুর্ভোগ, স্টোর রেজিস্ট্রার হালনাগাদ না রাখার সুযোগে বিভিন্ন অনিয়ম, পুলিশ কেস সংক্রান্ত মেডিকেল সনদ নিয়ে বাণিজ্য, স্টোরে রক্ষিত কম্বল রোগীদের বিতরণ না করা, ইসিজি মেশিন এবং ট্রলি ব্যবহারকারীদের থেকে অর্থ আদায় করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক অভিযানে উদ্ঘাটিত তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে অবহিত করেন। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
এদিকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড -এর কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে বিধি বহির্ভূতভাবে ওভারটাইম বাবদ অর্থ প্রদান করে রাষ্টীয় অর্থের অপচয় করার অভিযোগ বিষয়ে জেলা দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই কার্যালয়ের নভেম্বর মাসের কর্মচারীদের বেতন বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, ১৯৫ জন কর্মচারী কর্মরত থাকলেও প্রকতৃপক্ষে বেতন ও ওভারটাইম ভাতা ২২২ জন কর্মচারীর অনুকূলে দেয়া হয়েছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কর্মচারীদের বেতন বাবদ মোট ২ কোটি ৩৫ লাখ ১১ হাজার ৫২৬ টাকা প্রদান করা হয়েছে এবং ওভারটাইম ভাতা বাবদ মোট ২ কোটি ৭১ লাখ ৮৬ হাজার ৬২১ টাকা প্রদান করা হয়েছে। এতে দেখা যায় যে, মূল বেতনের চেয়ে ওভারটাইম ভাতার পরিমাণ অনেক বেশি। অধিকন্তু ওভারটাইম ভাতা প্রদানের কোন রেজিস্ট্রার পাওয়া যায়নি।
এছাড়া টিম জানতে পারে, ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থবছরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড তাদের কর্মচারীদের ওভারটাইম ভাতা বাবদ মোট ২ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকা অতিরিক্ত প্রদান করার ফলে সরকারের আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বিধায় অডিট আপত্তি প্রদান করা হয়েছে, যা এখনো নিষ্পত্তি হয়নি।
এ ছাড়া রংপুর বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, ফিটনেস সনদ ও অন্যান্য সেবা প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, রংপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগের বিষয়ে তথ্যাবলি সংগ্রহ করে। অভিযানকালে দুইজন দালালকে হাতেনাতে গ্রেফতার করে দুদক টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে দালালদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের সঞ্চয়ের টাকা প্রদান না করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে উপজেলা পোস্ট অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
দুদক টিম ওই অফিসে বর্তমানে কর্মরত পোস্টমাস্টার এবং কয়েকজন গ্রাহকের সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট সাবেক পোস্টমাস্টার কর্তৃক গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে জানতে পারে। অভিযোগের বিষয়ে চলমান তদন্তের রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশনের একটি টিম নির্বাচন কমিশন সচিবালয়ে একটি অভিযান পরিচালনা করে