11/15/2025 নোয়াখালীতে ফসলি জমি থেকে বালু তোলায় লাখ টাকা জরিমানা
odhikarpatra
২৪ January ২০২৫ ১৬:১৭
নোয়াখালী জেলার চাটখিলে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় ফসলি জমি থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে রামনারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মাসুদ আলীকে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কৃষিজমির মাটি কর্তন ও কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এই আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশের একটি দল।