11/15/2025 গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ২০২৫
odhikarpatra
২৫ February ২০২৫ ১৭:০৪
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপা গোলখালী ইউনিয়নের জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় গোলখালী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হরিদেবপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রমিজ উদ্দিন, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল মান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার,পটুয়াখালী