11/16/2025 পিএসজিতে সুখেই দিন কাটছে নেইমারের
Mahbubur Rohman Polash
১৬ February ২০১৮ ০১:১৬
আমাদের অধিকারপত্র ডটকম: লীগ ওয়ানের জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) খুশিতেই আছেন বলে জানিয়েছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকা নেইমার।
গতকাল সান্তিয়াগো বার্নব্যুতে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে গেছে ফরাসি ক্লাব পিএসজি। স্প্যানিশ এ ক্লাবেই যোগ দেয়ার গুঞ্জন রয়েছে ব্রাজিলীয় সুপার স্টারের। যাকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে দলে টেনেছিল পিএসজি।
বুধবার ম্যাচ শেষে পিএসজিতে খুশিতে আছেন জানিয়ে নেইমার সাংবাদিকদের বলেন, ‘ক্লাবের সঙ্গে আমার একটি চুক্তি রয়েছে। আমি আমার সতীর্থদের সঙ্গে খুশিতেই আছি। এখানে আমার কাজটা কি হবে সেটি নিয়েই ভাবছি।’
চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর অ্যাওয়ে ম্যাচে পরাজয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে হোম ম্যাচে অসাধারণ কিছু করতে হবে পিএসজির। আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচ।
নেইমার বলেন, ‘এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আমাদের মাঠে আরেকটি ম্যাচ এখনো বাকী আছে। সেটি অনেক কঠিন হবে। যেমনটি আজকের মাদ্রিদ ম্যাচে হয়েছে। তারপরও আমার মনে হয় আমরা সেখানে লক্ষ্য পূরণ করতে পারব।’