04/03/2025 বিধ্বংসী পুরানের ব্যাটে ভর করে হায়দারাবাদকে পরাজিত করেছে লক্ষ্মৌ
odhikarpatra
২৮ মার্চ ২০২৫ ২৩:২৫
নিকোলাস পুরানের ২৬ বলে ৭০ রানের ইনিংসে ভর করে লাক্ষ্মৌ সুপার জায়ান্টস সহজেই ১৯১ রানের লক্ষ্য স্পর্শ করে সানরাইজার্স হায়দারাবাদকে পরাজিত করেছে। নতুন আইপিএল মৌসুমে এটি লাক্ষ্মৌর প্রথম জয়। ২৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে লাক্ষ্মৌ। পুরানের বিধ্বংসী ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি। হায়দারাবাদের ফ্ল্যাট পিচে ক্যারিবীয় এই ব্যাটারকে থামতেই পারেনি স্বাগতিক বোলাররা।
ভারতীয় রিশভ পান্ত এবারের আইপিএল’র সবচেয়ে দামী খেলোয়াড়। তার নেতৃত্বেই মাঠে নেমেছিল লাক্ষ্মৌ। কিন্তু শুরুতেই এইডেন মার্করামকে হারিয়ে চাপে পড়ে সফরকারী। সেই ধাক্কা ভালই সামলে উঠেন মিচেল মার্শ (৫২) ও পুরান। দ্বিতীয় উইকেটে এই জুটি ১১৬ রান যোগ করে। ৯ম ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের এলবিডব্লিউর ফাঁদে পড়েন পুরান। ঐ সময় দলের রান ছিল ২ উইকেটে ১২০। ১৫ বলে ১৫ রান করে হার্শা প্যাটেলের শিকারে পরিণত হন পান্ত। এরপর দ্রুতই বিদায় নেন আয়ুশ বাদোনি। শেষের দিকে আব্দুল সাদাম ৮ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টসে জিতে হায়দারাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় লাক্ষ্মৌ। টপ অর্ডারে ট্রাভিস হেডের ৪৭ রানে ভর করে হায়দারাবাদ ৯ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। ইনজুরি রিপ্লেসমেন্টে লাক্ষ্মৌতে খেলতে আসা শার্দুল ঠাকুর ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট। আইপিএল’এ এটাই তার সেরা পারফরমেন্স। তৃতীয় ওভারে ওপেনার অভিষেক শর্মা (৬) ও ইশান কিশনের (০) উইকেট দখল করে শার্দুল নিজের জাত চিনিয়েছেন।
১৫ রানে ২ উইকেট হারিয়ে হায়দারাবাদ যখন চাপের মখে তখনই হেড দলের হাল ধরেন। ধীরে ধীরে তিনি দলকে একটি লড়াকু ইনিংস গড়তে সহযোগিতা করেন।