10/24/2025 অটিজম ‘মহামারি’র কারণ অনুসন্ধানে গবেষণা হচ্ছে : মার্কিন স্বাস্থ্যমন্ত্রী
odhikarpatra
১১ April ২০২৫ ১৬:৪৯
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বৃহস্পতিবার বলেছেন, মার্কিন কর্তৃপক্ষ অটিজম ‘মহামারি’র কারণ অনুসন্ধানে একটি বড় পরিসরে গবেষণা পরিচালনা করছে।
ওয়াশিংট থেকে এএফপি এ খবর জানায়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে কেনেডি বলেন, ‘আমরা একটি বিশাল পরীক্ষা এবং গবেষণা প্রচেষ্টা শুরু করেছি। এই পরীক্ষা এবং গবেষণায় বিশ্বের শত শত বিজ্ঞানী জড়িত থাকবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে আমরা জানতে পারব অটিজম মহামারির কারণ কী। এবং আমরা সেই সমস্যাগুলো দূর করতে সক্ষম হব।’
তিনি আরো বলেন, সাম্প্রতিক দশকগুলোতে অটিজমের প্রকোপ অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে অটিজমের হার প্রতি ৩৬ জনে একজন বলে মনে করে। যেখানে আগে এই হার ছিল প্রতি ১৫০ জনে ১ জন।
ট্রাম্প বলেন, ‘এটি একটি ভয়াবহ পরিসংখ্যান এবং অবশ্যই কৃত্রিম কিছু আছে যা এটি করছে’।
বিশ্বব্যাপী অটিজমের প্রাদুর্ভাবের ২০২২ সালের পর্যালোচনায় একাধিক কারণের ওপর ভিত্তি করে এই বৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ‘বিশ্বব্যাপী সম্প্রদায়ের সচেতনতা এবং জনস্বাস্থ্যের প্রতি সাড়া বৃদ্ধি, অটিজম শনাক্তকরণ এবং সংজ্ঞায়নের অগ্রগতি এবং সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি।’
পিতামাতার বয়স বৃদ্ধির সাথে অটিজমের সম্পর্ক থাকার প্রমাণও রয়েছে।
ক্যাটাগরির