12/12/2025 নারী বিষয়ক সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ চ্যালেঞ্জের রিট খারিজ
odhikarpatra
২৬ May ২০২৫ ১৫:০২
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জকারী রিট পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজের এ আদেশ দেন।
আদালতে এই রিটের পক্ষে রিটকারি আইনজীবী রওশন আলী নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন-২০২৫ এর কয়েকটি সুপারিশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টে রিটটি করেন।
রিটে দাবি হয়, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ ইসলামি শরিয়ত, সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।