11/06/2025 পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক
odhikarpatra
৩০ May ২০২৫ ০৫:০৭
গাইবান্ধাঃ-পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির(৫৫) বুধবার রাতের কোনো এক সময় বাথরুমে পড়ে গিয়ে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর স্থায়ী ঠিকানা রাজধানী ঢাকার পান্থপথ এলাকায়। খান মোস্তাক নাসির দীর্ঘ কয়েক বছর ধরে এ উপজেলায় কর্মরত ছিলেন। তাঁর পরিবার নিয়মিত ঢাকায় থাকতেন। তিনি উপজেলা পরিষদ ডর্মেটারি (ব্যচেলর কোয়ার্টার) কক্ষেই থাকতেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ স্বাস্থ্যগত প্রাথমিক সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করেন।তাঁর আকস্মিক মৃত্যুর খবরে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, স্থানীয় চেনা- পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি ইতোমধ্যেই ঢাকাস্থ তাঁর পরিবারকে অবগত করা হয়েছে বলে জানা যায়।
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ