11/06/2025 ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে, আহত ৯২
odhikarpatra
১৬ June ২০২৫ ২৩:৫৫
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে এবং আহতের সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে। এর আগে চারজনের মৃত্যুর কথা বলা হয়েছিল। দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম সোমবার এ তথ্য জানিয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, মধ্য ইসরাইলের চারটি স্থানে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ‘৭০ বছরের কাছাকাছি বয়সী দুই নারী এবং দুই পুরুষ এবং আরোও এক ব্যক্তি রয়েছেন।
এক বিবৃতিতে আরো বলা হযেছে, ‘এখন পর্যন্ত এমডিএ ৯২ জন আহতকে হাসপাতালে ভর্তি করেছে’। আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন।
এমডিএ জানিয়েছে, চারটি স্থানের মধ্যে দুটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
ইসরাইল ইরানের গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর সোমবার ভোরে ইরান ইসরাইলি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উভয় পক্ষই আরো ধ্বংসযজ্ঞের হুমকি দিয়ে যাচ্ছে।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সোমবার সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানি হামলার জন্য তেহরানের বাসিন্দাদের ‘মূল্য দিতে হবে’