11/05/2025 গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক ২২
odhikarpatra
২১ June ২০২৫ ২১:১৮
ইরানের কোম প্রদেশের পুলিশ জানিয়েছে, গত ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতের পর এখন পর্যন্ত ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা ফার্স শনিবার এ তথ্য জানিয়েছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশ, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং ওই দেশের পক্ষে কথা বলার অভিযোগে ২২ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
কোম প্রদেশের পুলিশ গোয়েন্দা বিভাগের প্রধানের বরাতে এই তথ্য জানানো হয়েছে।