11/06/2025 কেউ রগ কেটে নিলেও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো: ছাত্রদলের জিএস পদপ্রার্থী হামিম
odhikarpatra
৩ September ২০২৫ ২৩:০৩
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রদল সমর্থিত প্যানেল প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানিয়েছেন প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। তিনি বলেন, ‘যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রগ কেটে নেয়, আমরা রগ দেব; তবুও ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো।’
ঢাবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীর ধর্ষণের হুমকির প্রতিবাদে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জিএস প্রার্থী বলেন, ‘ইসলামের নামধারী একটি ছাত্র সংগঠনের কর্মী সর্বশেষ নারী শিক্ষার্থীকে নিয়ে কী বললেন। কিন্তু আমরা বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সংগ্রামীরা এই দুষ্কৃতিকারী কালপ্রিট যারা আছে, ৯ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে রায় দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইবোনদের বলতে চাই, আপনারা ভয় পাবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী আপনাদের সাথে আছি। যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রগ কেটে নেয়, আমরা রগ দেব; তবুও ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো। আমরা আশা করি, কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না।’
তিনি বলেন, ‘এই প্রশাসন ডাকসু নির্বাচন বিলম্বিত করতে চাই। জাতীয় নির্বাচন ও ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে।’
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর এবং জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। আর আলী হোসেন নামের যে শিক্ষার্থী তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আমরা মাজাভাঙা প্রশাসনকে বলবো, মাজা সোজা করে দাঁড়ান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পরপর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে তাকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে পোস্ট করেন। এই হুমকির পর উঠেছে চরম সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী ও অনেকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।
- লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সংবাদদাতা (Dhaka University Special Correspondent) মোঃ আতিক মন্ডল