11/05/2025 ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সংঘর্ষ, আহত অন্তত ৩০
odhikarpatra
৩ September ২০২৫ ২৩:৫৭
অধিকারপত্র ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড়ে এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতা মোশাররফ হোসেনকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, “অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঠে নামে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হতে পারে।”
স্থানীয় নেতারা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ‘গায়ে ধাক্কা’ থেকে শুরু হলেও দ্রুত তা বড় আকার নেয়। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।