11/06/2025 ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস বহাল
odhikarpatra
৪ September ২০২৫ ২০:১২
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০০৪ সালের ২১ আগস্টের গুলিস্তান গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন, আজ বৃহস্পতিবার।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ; আসামিপক্ষে ছিলেন এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন। এরপর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ দণ্ডাদেশ দেয়—কয়েকজনকে মৃত্যুদণ্ড, অনেকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। আজ আপিল বিভাগ সেই রায়ই বহাল রাখল।