09/17/2025 দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত
odhikarpatra
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সদস্যপদ (রুকনিয়াত) ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বুধবার জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাপক জসিম উদ্দিনের সামগ্রিক তৎপরতায় সংগঠনের সুনাম, ঐতিহ্য, শৃঙ্খলা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬২-এর উপধারা ২ (ক) ও (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে সোমবার জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে দলীয় শৃঙ্খলা বজায় রেখেছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন থাকবে।”
এর আগে গত শনিবার ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পরিবর্তন ও জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম জানান, “জসিম উদ্দিনকে সাংগঠনিক কার্যক্রম থেকে সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে জেলার চিঠি হাতে পেয়েছি।”
সদস্যপদ স্থগিতের বিষয়ে জানতে অধ্যাপক জসিম উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।