09/18/2025 ৭ মাসে কোরআনের হাফেজ হলেন ইতালি প্রবাসীর দুই ছেলে
odhikarpatra
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৭
মাত্র সাত মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন ইতালি প্রবাসী এক দম্পতির দুই সন্তান। মাদারীপুরের রাজৈর উপজেলার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা থেকে হাফেজ হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর মাদরাসা প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে তাদের হাফেজ মর্যাদার প্রতীকী পাগড়ি পরিয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতি রেজাউল ইসলাম। এ সময় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান স্থানীয় আলেম ও অভিভাবকরা।
হাফেজ দুই ভাইয়ের বাবা মামুন হাওলাদার দীর্ঘ ২৩ বছর ধরে ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছেন। তিনি জানান—তার দুই ছেলে ইতালিতে জন্মগ্রহণ করেছে এবং জন্মসূত্রে ইতালির নাগরিক। তবে প্রবাসে মাদরাসার সুযোগ না থাকায় ছেলেদের বাংলাদেশে এনে ভর্তি করান স্থানীয় এই খ্যাতনামা মাদরাসায়।
তার ভাষায়—
“আমার স্বপ্ন ছিল দুই ছেলেকে মাওলানা বানানো। আজ তারা হাফেজ হয়েছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ ওদের আবার ইতালি নিয়ে যাব এবং মিশরে মাওলানা পড়ার সুযোগ করে দেব।”
মামুন হাওলাদারের স্ত্রী তানিয়া হাওলাদারও ইতালিতে বসবাস করেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও সন্তানদের ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে তারা দেশে পাঠিয়েছেন। পরিবারটির আশা—আগামী দিনে আব্দুর রহমান ও আব্দুর রহিম বড় আলেম হয়ে ইসলামের সেবা করবেন।
✅ মাত্র ৭ মাসে কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে দুই ভাই।
✅ তারা জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও ধর্মীয় শিক্ষার জন্য বাংলাদেশে পড়াশোনা করছে।
✅ বাবার স্বপ্ন—মিশরে উচ্চতর শিক্ষা নিয়ে বড় মাওলানা হওয়া।