11/08/2025 নিউইয়র্কে বিক্ষোভ ঠেকানো সম্ভব নয়, তবে নিরাপত্তা প্রস্তুত: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
odhikarpatra
১৮ September ২০২৫ ০৪:৩০
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফরকে ঘিরে সম্ভাব্য বিক্ষোভ ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তবে তিনি আশ্বস্ত করেছেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক পুলিশ ও নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পশ্চিমা গণতান্ত্রিক দেশে বিক্ষোভ ঠেকানো সম্ভব নয়। তিনি বলেন,
“বিক্ষোভ হবে, এটা আমি ধরে নিচ্ছি। কারণ এটি ঠেকানোর উপায় আমাদেরও নেই, তাদেরও নেই। তবে নিরাপত্তা নিশ্চিত করতে এনওয়াইপিডি যথেষ্ট অভিজ্ঞ।”
তিনি আরও বলেন, সম্প্রতি লন্ডনে যে হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে, সেটি পুরোপুরি সঠিক ছিল না। যে গাড়িটি আক্রান্ত হয়েছিল, তাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিউইয়র্ক পুলিশ (NYPD) বড় ধরনের কূটনৈতিক নিরাপত্তা দিতে অভ্যস্ত। প্রতিটি ডেলিগেশন গাড়ির নিরাপত্তায় নির্দিষ্ট দূরত্বে পুলিশ থাকে। তাই তিনি কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন না।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেব
নিউইয়র্কে বিক্ষোভ ঠেকানো সম্ভব নয়: নিরাপত্তা প্রস্তুত থাকবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা