11/06/2025 জবি শিক্ষার্থীদের অনশন ভাঙলো ৩১ ঘণ্টা পর, জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
odhikarpatra
১৮ September ২০২৫ ২৩:৫৯
জবি সংবাদদাতা, অধিকারপত্র:
তিন দফা দাবিতে অনশন শুরু করেছিল শিক্ষার্থীরা। প্রশাসনের প্রতিশ্রুতি ও রোডম্যাপ ঘোষণার পর আন্দোলন স্থগিত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে প্রায় ৩১ ঘণ্টা পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দেন। এরপর অনশনরত শিক্ষার্থীরা জুস পান করে অনশন ভঙ্গ করেন।
প্রশাসনের ঘোষণায় জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতোমধ্যে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন ভাতা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। নভেম্বরে শিক্ষার্থী যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং নভেম্বরের মধ্যেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হবে।
অনশনকারী শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, “আমাদের তিন দফা দাবি প্রশাসন মেনে নিয়েছে। জকসুর রোডম্যাপ ঘোষণা হয়েছে, আবাসন ভাতার সময়সীমা নির্ধারণ হয়েছে এবং পাঠাগারে এসি স্থাপনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করছি।”
তবে তিনি সতর্ক করে বলেন, “যদি ঘোষিত সময়ের মধ্যে প্রশাসন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তবে সম্পূর্ণ প্রশাসনকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে।”
উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হওয়া অনশনে পাঁচ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। অবশেষে প্রশাসনের আশ্বাসে তাদের অনশন ভাঙানো হয়।