11/18/2025 মশারির ভেতর ঘুমাচ্ছিল শিশুটি, সাপের ছোবলে গেল প্রাণ
odhikarpatra
৪ October ২০২৫ ০০:১৬
অধিকার পত্র ডেস্ক
নাটোর,৩ অক্টোবর
নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি জামনগর ইউনিয়নের পাঁচানীপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। সে স্থানীয় মুন্সিপাড়া কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার গভীর রাতে দাদির সঙ্গে মশারির ভেতরে ঘুমাচ্ছিল ছোট্ট আব্দুল্লাহ। হঠাৎ মশারির ভেতর একটি সাপ ঢুকে তাকে দংশন করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেয়। এ সময় সাপটিকে মেরে একটি পাত্রে ভরে সঙ্গে নিয়ে যান তারা।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার একদিন পর আজ শুক্রবার সকালে মারা যায় আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী।