11/05/2025 শরিলের পরিবরতন ভাবা উচিৎ
Mahbubur Rohman Polash
২৪ March ২০১৮ ০১:৪১
শরীরের যে পরিবর্তনগুলো অবহেলা করবেন না
অনেক সময় জটিল রোগের প্রাথমিক লক্ষণও আমরা গুরুত্বের সাথে নেই না। নিরব লক্ষণগুলোকে অবহেলা করেই এড়িয়ে যাই। যা পরবর্তীতে বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
যেসব পরিবর্তন অবহেলা করবেন না-
১. নাক ডাকা
২. হঠাৎ রেগে যাওয়া
৩.আকস্মিক ওজন হ্রাস
৪. বার বার মলত্যাগ
৫. প্রিয়জনের নাম মনে রাখতে না পারা
৬. স্কিন র্যাশ যা থেকে চুলকানো হয়
৭. দীর্ঘস্থায়ী খুশখুশে কাশি
৮. শরীরের কোনো স্থান হতে অনভিপ্রেত রক্তক্ষরণ
৯. দাঁতের সমস্যা হওয়া
১০. শারীরিক ক্ষমতা হ্রাস
এ সমস্যাগুলো এক বা একাধিক এক সঙ্গে থাকতে পারে।
উল্লেখ্য, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব সমস্যা চিহ্নিত করা যায়। তাই তাদের মতে, শরীরের যে কোনো ধরনের রোগের লক্ষণ কোনো ভাবেই অবহেলা করা উচিত নয়।