10/15/2025 নারী ক্ষমতায়নের নতুন মাত্রা: পোপের ছায়ায় নতুন ইতিহাস
odhikarpatra
৫ October ২০২৫ ২১:৫৮
ইংল্যান্ডের চার্চের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে ক্যান্টারবারির আর্চবিশপ পদে মনোনীত করা হলো। ৬৩ বছর বয়সী ডেম সারা মুল্যালি, যিনি একসময় এনএইচএস এর প্রধান নার্স ছিলেন, এখন আনুষ্ঠানিকভাবে এই পদে বসতে যাচ্ছেন। তিনি ২০০৬ সালে যাজকত্বে আসেন এবং ২০১৮ সালে প্রথম নারী হিসেবে লন্ডনের বিশপ নিযুক্ত হন, যা চার্চ অব ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ পদ। আগামী জানুয়ারিতে নির্বাচন নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। ক্যান্টারবারি ক্যাথেড্রালে দেওয়া প্রথম বিবৃতিতে সারা মুল্যালি ম্যানচেস্টারের সিনাগগে ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন ঘৃণা আমাদের সমাজকে বিভক্ত করছে। চার্চের দায়িত্ব হলো ইহুদি সম্প্রদায়ের পাশে দাঁড়ানো এবং যেকোনো প্রকার বর্ণবাদ ও ঘৃণার বিরুদ্ধে লড়াই করা। পূর্ববর্তী আর্চবিশপ জাস্টিন ওয়েলবি শিশু নির্যাতন ইস্যুতে কঠোর সমালোচনার পর পদত্যাগ করেন। মুল্যালি প্রতিশ্রুতি দিয়েছেন, চার্চের অভ্যন্তরে অতীতের ব্যর্থতা ও নির্যাতনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করবেন। আমাদের প্রত্যেকের কাজের ওপর আলো ফেলা দরকার, পদমর্যাদা যাই হোক না কেন।
প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টার্মার তাঁর নিয়োগকে স্বাগত জানিয়েছেন। রাজা চার্লস তৃতীয়ও অভিনন্দন জানিয়ে বলেছেন, এই পদটি শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বব্যাপী অ্যাংলিকান কমিউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্ষণশীল অ্যাংলিকান গোষ্ঠী এই নিয়োগের সমালোচনা করেছে। তাদের মতে, বাইবেল পুরুষ নেতৃত্বকে অনুমোদন করে। তবে চার্চের ভেতরে সংস্কারপন্থীরা একে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন। ডেম সারা মুল্যালি এনএইচএস তে প্রায় ৩৫ বছরেরও বেশি সময় কাজ করেছেন। ১৯৯৯ সালে তিনি সর্বকনিষ্ঠ চিফ নার্সিং অফিসার হন। এরপর যাজকত্বে এসে এক দশকের মধ্যেই চার্চে গুরুত্বপূর্ণ সংস্কারক হিসেবে পরিচিতি পান। লন্ডনের বিশপ হিসেবে তিনি আধুনিকায়নের উদ্যোগ নেন এবং সমকামী দম্পতিদের আশীর্বাদ করার সিদ্ধান্তকে চার্চের জন্য এক মুহূর্তের আশা বলে অভিহিত করেছিলেন। তবে তিনি সহায়ক মৃত্যুর (assisted dying) কট্টর বিরোধী। সারা মুল্যালি বিবাহিত ও দুই সন্তানের মা। তিনি বলেন, আমি বুঝি, প্রথম নারী হিসেবে এই পদে বসা ইতিহাস তৈরি করেছে। অনেক তরুণী এখন আমাকে দেখে নিজের স্বপ্নপূরণের পথ খুঁজে পায়।
সাবেক আর্চবিশপ রোয়ান উইলিয়ামস তাঁর নতুন দায়িত্বকে কঠিন চ্যালেঞ্জ আখ্যা দিয়ে বলেন, আর্চবিশপের হাতে থাকতে হবে একদিকে সংবাদপত্র, অন্যদিকে বাইবেল। ডেম সারা মুল্যালির ক্যান্টারবারির আর্চবিশপ হিসেবে মনোনয়ন চার্চ অব ইংল্যান্ডের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। প্রথম নারী হিসেবে এই পদে বসার মাধ্যমে তিনি শুধু চার্চের নেতৃত্বকে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি দিয়েছেন না, বরং তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনার নতুন দিকও উন্মুক্ত করেছেন। রাজা চার্লসের অভিনন্দন বার্তা এই ঐতিহাসিক মুহূর্তের গুরুত্ব আরও স্পষ্ট করছে।
- বিশেষ প্রতিনিধি (Special National Correspondent) মোঃ সাইদুর রহমান (বাবু)
#চার্চ_অব_ইংল্যান্ড #সারা_মুল্যালি #নারী_ক্ষমতায়ন #ক্যান্টারবারি_আর্চবিশপ