10/22/2025 ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, আবহাওয়া অফিস দিল ৫ দিনের নতুন তাপমাত্রা পূর্বাভাস!
Special Correspondent
২১ October ২০২৫ ২২:২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিহীন দিন পেরিয়ে তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যেই নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর—আগামী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে!
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস স্বাক্ষর করেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।
দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব কতটা হবে, তা এখনই নিশ্চিত নয়।
বুধবার (২২ অক্টোবর):
➡️ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে
➡️ আকাশ আংশিক মেঘলা, সারাদেশে প্রধানত শুষ্ক
➡️ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
বৃহস্পতিবার (২৩ অক্টোবর):
➡️ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা
➡️ আবহাওয়া মেঘলা ও শুষ্ক
➡️ তাপমাত্রা অপরিবর্তিত
শুক্রবার (২৪ অক্টোবর):
➡️ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে
➡️ তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে
শনিবার (২৫ অক্টোবর):
➡️ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি
➡️ তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা
এই গরমে বয়স্ক, শিশু ও অসুস্থদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
✅ সরাসরি রোদের নিচে যাওয়া এড়িয়ে চলুন
✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ হালকা সুতির পোশাক পরুন
✅ শিশুদের অতিরিক্ত ঘাম ও পানিশূন্যতার দিকে খেয়াল রাখুন
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর