10/28/2025 পদ্মার চরে রক্তক্ষয়ী সংঘর্ষ: কাকন বাহিনীর এলোপাতাড়ি গুলিতে নিহত ২, আহত ২
odhikarpatra
২৭ October ২০২৫ ২১:৩০
রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর সীমান্তবর্তী পদ্মার চরে খড় কাটতে গিয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত ও অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এ হামলার পেছনে রয়েছে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার কথিত ‘কাকন বাহিনী’।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পদ্মার চরে নতুন জেগে উঠা জমিতে খড় কাটতে যান খানপুর চরের চারজন যুবক— আমান মণ্ডল (৩৬), রাকিব হোসেন (১৮), মুনতাজ মণ্ডল (৩২) ও নাজমুল হোসেন।
হঠাৎ কাকন বাহিনীর সদস্যরা এসে প্রভাব বিস্তারের জন্য এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তারা গুরুতর গুলিবিদ্ধ হন।
আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমান মণ্ডল মারা যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাজমুল হোসেন।
গুলিবিদ্ধ অপর দুইজন— মুনতাজ মণ্ডল ও রাকিব হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
নিহত আমান মণ্ডলের বাবা মিনহাজ মণ্ডল বলেন,
“আমার ছেলে চরে খড় কাটতে গিয়েছিল। হঠাৎ দৌলতপুরের কাকন বাহিনীর লোকজন এসে গুলি চালায়। দুইজন মারা গেছে, বাকিদের অবস্থাও ভালো না।”
স্থানীয় বেলাল হোসেন বলেন,
“কাকন বাহিনীর লোকজন পদ্মা চরে আধিপত্য বিস্তারের জন্যই এই হামলা চালিয়েছে।”
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মণ্ডল জানান, নিহতদের শরীরে গুলিবিদ্ধ হওয়ার একাধিক চিহ্ন রয়েছে।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন,
“আমরা ঘটনাটি তদন্ত করছি। পদ্মার চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।”
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন,
“এলাকাটি নাটোর, রাজশাহী ও কুষ্টিয়া— তিন জেলার সীমান্তবর্তী হওয়ায় সঠিক থানার আওতা নির্ধারণে সময় লাগছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং তদন্ত শ