11/02/2025 জেল হত্যা ও মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনসমূহ
odhikarpatra
১ November ২০২৫ ০১:৫৯
নিউইয়র্ক, ১ নভেম্বর ২০২৫
১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ চার সহচর—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন (অব.) মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
একই বছরের ৭ নভেম্বর নিহত হন মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক জেনারেল খালেদ মোশাররফসহ আরও অনেকে। এই দুই ঐতিহাসিক দিনকে স্মরণ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ আগামী রবিবার, ২ নভেম্বর বিকাল ৪টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় শোক র্যালি ও মানববন্ধনের আয়োজন করেছে।
আয়োজকরা জানিয়েছেন, র্যালি ও মানববন্ধনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে শহীদ জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধা সৈনিকদের স্বর্গীয় আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা জানানো হবে।
এ উপলক্ষে গত ২৬ অক্টোবর প্রিমিয়াম রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, পরিচালনা করেন দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী।
সভায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি টি. মোল্লাহ, সহসভাপতি আবুল কাশেম ভূঁইয়া, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, এবং ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, মাসুদ দেওয়ান ও শাহ ফাতিন প্রমুখ।