11/05/2025 রাকিব-হুদা-আউয়ালের মতোই ‘মেরুদণ্ডহীন’ নাসির কমিশন: নতুনধারা বাংলাদেশ এনডিবি
odhikarpatra
৫ November ২০২৫ ১৮:০০
নতুনধারা বাংলাদেশ এনডিবি অভিযোগ করেছে যে, রাকিব, হুদা ও আউয়ালের মতোই বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাসিরের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও ‘মেরুদণ্ডহীন’। দলের দাবি, রাজনৈতিক বিবেচনা ও পক্ষপাতিত্বের কারণে গত ১৩ বছর রাজপথে সক্রিয় থাকা নতুনধারাকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা এ অভিযোগ করেন।
বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, “নির্বাচন কমিশন অতীতে যেমন বায়াসড ছিল, বর্তমান কমিশনও তেমন পক্ষপাতমূলক আচরণ করছে। সকল শর্ত পূরণ করা সত্ত্বেও নতুনধারাকে নিবন্ধন দেওয়া হয়নি। ছাত্র-যুব-জনতার পক্ষের কথা বলা বন্ধ করা যাবে ভেবেছে কমিশন, কিন্তু তা কোনোদিনই সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “২০১৭ ও ২০২২ সালের মতোই এবারও আমাদের দলকে খোড়া যুক্তিতে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। ছাত্র আন্দোলনকে বিশ্বাস করে বাংলাদেশ আবার প্রতারিত হয়েছে।”
২০১২ সালের ৩০ ডিসেম্বর রেড র্যালির মাধ্যমে আত্মপ্রকাশের পর দলটি তিন দফায় নিবন্ধনের আবেদন করলেও প্রত্যেকবারই তারা বঞ্চিত হয়েছে বলে দাবি করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেস বিজ্ঞপ