11/05/2025 কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি হান্নান, সম্পাদক মকিস মনসুর
odhikarpatra
৫ November ২০২৫ ১৯:৩৯
অধিকারপত্র ডটকম :
যুক্তরাজ্যের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ সভাপতি এবং বিশিষ্ট কমিউনিটি সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারকে ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় সংগঠনের আর্থিক ও বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পাশাপাশি কমিউনিটির কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন,
“১৯৯৪ সাল থেকে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কমিউনিটির সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।”
শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
জেসমিন মনসুর, কার্ডিফ, ওয়েলস, যুক্তরাজ্য
তারিখ: ৪ নভেম্বর ২০২৫