11/06/2025 ইসরাইলের নতুন হামলায় লেবাননে মৃত্যু! স্কুলের পাশে বিস্ফোরণে আতঙ্ক বিশ্বজুড়ে ক্ষোভ – যুদ্ধবিরতির পরও থামছে না আগ্রাসন!
odhikarpatra
৫ November ২০২৫ ২৩:৪৫
আন্তর্জাতিক ডেস্ক, ৫ নভেম্বর ২০২৫:
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের সর্বশেষ হামলায় একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বৈরুত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের বুর্জ রেহালে এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলাটি একটি স্কুলের কাছাকাছি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরকারি সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, গাড়িতে সরাসরি আঘাত হানায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন।
ইসরাইলি সেনাবাহিনী এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
২০২৪ সালের নভেম্বর মাসে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও, সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইল সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ সতর্ক করে বলেন, “হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে।”
অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলকে আলোচনায় বসার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তাঁর অভিযোগ, ইসরাইল ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে এবং যুদ্ধবিরতি মেনে চলছে না।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও আতঙ্কিত সাধারণ মানুষ।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। স্কুলের কাছে বিস্ফোরণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতির পরও ইসরাইলের হামলা অব্যাহত।