11/06/2025 ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,০৩৪ জন
odhikarpatra
৬ November ২০২৫ ১৯:০০
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,০৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন ঢাকা মহানগরে, যেখানে উত্তর সিটি করপোরেশনে ২০০ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া বিভাগভিত্তিক হিসেবে—
গত একদিনে সারা দেশে ৯০১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০৭ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক আবহাওয়া পরিবর্তন ও মশার প্রজনন বৃদ্ধির কারণে ডেঙ্গু সংক্রমণ কমছে না। তারা সতর্কতা অবলম্বন, জমে থাকা পানি অপসারণ এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।